হঠাৎ করেই ইচ্ছা হল জিকিরে কালামের ভিডিও দেখি।
জিকির সহ গজল বা Chorus যাই বলেন না কেন একটি স্বতন্ত্র জনরা হিসেবে কিন্তু এটি অত্যন্ত ইউনিক এবং এফেকটিভ। অনেক উপভোগ্য বটে। দেহ-মনে অনেকটাই ভাব জাগে। এটি আসলেই ভাব জাগানিয়া। তার ওপর সুললিত কন্ঠ দিয়ে একে আরো অনন্য উচ্চতায় নিয়ে যায়। এসবকিছুই পর্যালোচনার পরে এই জিকিরে তালের গজল বা কোরাসের উৎপত্তি সম্পর্কে অনেক আগ্রহ তৈরি হয়েছে।
এর উৎপত্তি বা এর সাথে ইসলামের কতটুকু সম্পর্ক আছে না আছে- বিজ্ঞ আর বিশেষজ্ঞদের কার কি ভাষ্য-বক্তব্য দয়া করে কেউ পাইলে জানাইবেন।
Comments
Post a Comment
say now :