প্রতি এগারো বছরে সূর্যের ভিতরে একটা পরিবর্তন সংঘটিত হয়। সেটা হলো - সূর্যের ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক স্পট এর বদলে যাওয়ার ঘটনা। এসময়ে সূর্যের উত্তর মেরু দক্ষিণে আর দক্ষিণ মেরু উত্তরে পরিণত হয় বা এর বিপরীত। এই সময়কালে অর্থাৎ প্রতি এগারো বছরের শেষের দিকে কিছু সময়ের জন্য ( প্রায় কয়েক দিন) সূর্যের ম্যাগনেটিক ফিল্ড বা স্পট অদৃশ্য হয়ে যেতে পারে যা আবার ফিরেও আসে । এই অদৃশ্য হওয়াকে বলে সোলার মিনিমাম। এটা স্বাভাবিক। . কিন্তু বিগত দুই শতাব্দীর ইতিহাসে একবার এর বিপরীত ঘটনা ঘটে। সময়টা ছিল ১৭৯০ - ১৮৩০. এই পুরো কয়েক দশক যাবত সূর্যের ঐ স্পট ফিরে আসেনি। ফলে পৃথিবী মারাত্মক ভাবে প্রাকৃতিক নানা দুর্যোগের সম্মুখীন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দুর্যোগ হচ্ছে - পুরো পৃথিবীর এক প্রচন্ড শীতের মধ্যে ডুবে যাওয়া। এছাড়া ছিলো ঘনঘন অগ্নুৎপাত, ভূমিকম্প ঝড়-তুফান, বজ্রপাত ইত্যাদি। এতে তখন প্রচুর প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। ইতিহাসে ঐ ঘটনা 'ডাল্টন মিনিমাম' হিসেবে চিহ্নিত আছে। . ভয়ের ব্যাপার হলো - যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানী টনি ফিলিপ্স সহ নাসার গবেষকগণ জানিয়েছেন- চলতি বছর ছিল সূর্যের সোলার ম...