welcome!
নাগরিক কোলাহলে স্তব্ধ জীবন
যেখানে স্বাভাবিক প্রাণের স্পন্দন নেই, যেখানে আলো বাতাসের সাবলীল চলাচল নেই সেখানে সুখ নেই স্বচ্ছন্দ্যতা নেই , নেই কোনো শান্তি বা স্বস্তি ।
সবুজ বনরাজি , নদী ও সাগরের টলমলে ঢেউ, সাদা মেঘের ফাঁকে নীল আকাশ - এসব ছাড়া মানব জীবন নিরস ।
কৃত্রিমতার অনিয়ন্ত্রিত সমাহার মানুষ কে অনুভূতিহীন জড়বস্তুতে পরিণত করে দেয় ।
কৃত্রিমতা মানুষকে অজানা সুন্দর এক জগতের স্বপ্ন দেখায় ; আসলে এটা অলীক । বাস্তবে প্রকৃতির পাশাপাশি শোভাবর্ধক হিসেবে কিংবা অনস্বীকার্য প্রয়োজনীয় হাতিয়ার হিসেবে ছাড়া জগতে কৃত্রিমতার আর তেমন উল্লেখযোগ্য কোন ভূমিকা নেই , ভূমিকা দিতে নেই ।
মানব জাতি এক সুন্দর সৃষ্টি । তাকে প্রকৃতিবাদিতাতেই মানায় ।
কৃত্রিমতা জনিত সুখ একটি সুদীর্ঘ সময়সাপেক্ষ ব্যাপার । একে ত্বরান্বিত করতে চাওয়াটা বোকামি ।
এতে ক্ষতি বৈ কিছু হবেনা ।
কৃত্রিমতাকে জাতিকে আয়ত্ব করতে দিতে হয়, সয়ে যেতে দিতে হয় অল্প অল্প করে যাতে পাকাপোক্তভাবে সেটা মানবজীবনের জীবনযাপন এর সাথে ইতিবাচকভাবে একাত্ম হয়ে যেতে পারে ।
এটা নিয়ে পুঁজিবাদী ব্যবসা করা টা একটা আস্পর্ধা ।
নাগরিক কোলাহলে স্তব্ধ জীবন
যেখানে স্বাভাবিক প্রাণের স্পন্দন নেই, যেখানে আলো বাতাসের সাবলীল চলাচল নেই সেখানে সুখ নেই স্বচ্ছন্দ্যতা নেই , নেই কোনো শান্তি বা স্বস্তি ।
সবুজ বনরাজি , নদী ও সাগরের টলমলে ঢেউ, সাদা মেঘের ফাঁকে নীল আকাশ - এসব ছাড়া মানব জীবন নিরস ।
কৃত্রিমতার অনিয়ন্ত্রিত সমাহার মানুষ কে অনুভূতিহীন জড়বস্তুতে পরিণত করে দেয় ।
কৃত্রিমতা মানুষকে অজানা সুন্দর এক জগতের স্বপ্ন দেখায় ; আসলে এটা অলীক । বাস্তবে প্রকৃতির পাশাপাশি শোভাবর্ধক হিসেবে কিংবা অনস্বীকার্য প্রয়োজনীয় হাতিয়ার হিসেবে ছাড়া জগতে কৃত্রিমতার আর তেমন উল্লেখযোগ্য কোন ভূমিকা নেই , ভূমিকা দিতে নেই ।
মানব জাতি এক সুন্দর সৃষ্টি । তাকে প্রকৃতিবাদিতাতেই মানায় ।
কৃত্রিমতা জনিত সুখ একটি সুদীর্ঘ সময়সাপেক্ষ ব্যাপার । একে ত্বরান্বিত করতে চাওয়াটা বোকামি ।
এতে ক্ষতি বৈ কিছু হবেনা ।
কৃত্রিমতাকে জাতিকে আয়ত্ব করতে দিতে হয়, সয়ে যেতে দিতে হয় অল্প অল্প করে যাতে পাকাপোক্তভাবে সেটা মানবজীবনের জীবনযাপন এর সাথে ইতিবাচকভাবে একাত্ম হয়ে যেতে পারে ।
এটা নিয়ে পুঁজিবাদী ব্যবসা করা টা একটা আস্পর্ধা ।
Comments
Post a Comment
say now :