মনে বুঝ মানেনা। আরো কী যে চায়। যেন সে বিরাট বিশাল অতিকায় কিছু ধারনক্ষম হয়ে গেছে। অজানা এক সুখরে পাইতে তার অধিক ব্যাকুলতা। বর্তমান বাস্তবরে মানতে সে নারাজ। বর্তমানের মাঝে সে পথ কিছু পায়না। কোথাকার কোন অনুভূতিরে সে তাড়ায়ে বেড়ায়। ধরা তো দেয়না। যেন ইশারা দিয়ে, প্রবোধ-বস্তু ধরিয়ে দিয়ে সে পালিয়ে বেড়ায়। যেন সেই কাঙ্খিতের অভাবেই এত না পাওয়া আর যত অসন্তুষ্টির কারবার!
welcome! এখন একইসাথে বাংলা, হিন্দি সহ সকল ধরনের মুভি/ছায়াছবি, গেম, কার্টুন সহ আরো অনেক কিছুর খোঁজ পাবেন এক জায়গায় - আমাদের আয়োজন বাংলা অ্যাপে ( এন্ড্রয়েড) এখনই ডাউনলোড করে উপভোগ করতে থাকুন! 👉এখানে ক্লিক করুন!